আবু-জাফর(প্রদীপ) কলাপাড়া প্রতিনিধি।

র‍্যাব-৮ সিপিসি-১পটুয়াখালী ক্যাম্প কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ৷
অদ্য ৩০/০৩/২০২২ ইং তারিখ আনুমানিক ১৮:১০ঘটিকায় অভিযান পরিচালনা করা হয় ৷

আনুমানিক১৬:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যানতে পারে যে পটুয়াখালী জেলার কলাপাড়া থানা টেপুর খাল বাঁশের সাঁকো সংলঙ্গ মোঃ মোঃ কামাল গাজী (80) পিতা মৃত্যু হোসেন গাজী এর বসত বাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয় /বিক্রয় করিতেছেন ৷

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানির অধিনায়ক লে: কমান্ডার জনাব মোঃশহিদুল ইসলাম(এস)পিসিজি এম এস বি এনএর নেতৃত্বে আনুমানিক ১৮:১০ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‍্যাব সদস্যয়া একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন ৷

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সাজ্জাদুল হোসেন সোহেল (২৭) পিতা মোঃ হেদায়েত উল্লাহ ২নং ওয়ার্ড সাং পাটুয়া থানা কলাপাড়া,জেলা পটুয়াখালী ৷
ধ্রুত আসামিকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে স্বীকার করে পেষায় একজন কৃষক হলে ও মাদক তার প্রকৃত ব্যবসা৷আসামীর নিকট হতে১১০/ গ্রাম গাজাঁ,১টি মোবাইল সেট ও সীম উদ্ধার করা হয় ৷কথিত গাজা যাহার অবৈধ বাজার মূল্য বাজার মূল্য আনুমানিক ৯৫০০/ নয় হাজার পাঁচ শত টাকা৷

ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ কথিত গাজা ক্রয় /বিক্রয় করিয়া আসিতেছে৷
গ্রেপ্তারকৃত আসামীকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়৷
এই ব্যাপারে র‍্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *