নিজস্ব সংবাদদাতামোঃ ওয়ারদে রহমান :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নগরীর পাইকপাড়ায় দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ কর্মসূচী পালন করেছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন-চমক সমাজ কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিরতিহীন প্রায় ৭ ঘন্টা সংগঠনটির কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচী পালন হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে টানা বিকাল ৫টা পর্যন্ত চলে এ কর্মসূচি। রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা মোট ৩৫০ জনের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই ছিলো বেশী। রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা প্রত্যেককে ১টি করে মাস্কও দেওয়া হয়।
এসময় চমক সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা ছাড়াও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সদস্যরা ভবিষ্যতে এই সংগঠনের ব্যানারে সমাজের কল্যাণে এবং আর্ত মানবতার সেবায় আরও ব্যাপকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।