মিঠু মুরাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে স্বাস্থ্যবিধি না মেনে মুখে মাস্ক ব্যবহার এবং লকডাউনের দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ না করায়় ৬ জনকে বিভিন্ন অংকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে । গতকাল রবিবার ( ১১ এপ্রিল ) বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই অর্থদণ্ড প্রদান করা হয়। অনন্য দিকে সাধারণ মানুষ মাঝে মাস্ক বিতরন করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পাটগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষে সহকার কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা’র নেতৃত্বে মাস্ক বিতরন ও অভিযান পরিচালনা করা হয় । এসময় মুখে মাস্ক না পরায় পথচাারী এবং লকডাউনের দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ না করায় এ জরিমানা করা হয়।

অভিযানকালে মাস্ক ব্যবহার ও সরকার ঘোষিত লকডাউন, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ বিষয়ে জনসচেতনামূলক প্রচারনা করা হয়েছে । পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা জানান, করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার সরকার ঘোষিত লকডাউন , স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *