আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থী একটিও ভোট পাননি। অন্যদিকে দুজন প্রার্থী পেয়েছেন একটি করে ভোট।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩ নম্বর ওয়ার্ডের (পীরগঞ্জ) সাধারণ সদস্য প্রার্থী নুরুল ইসলাম একটিও ভোট পাননি। টিউবওয়েল প্রতীক নিয়ে ভোটে অংশ নেন তিনি।

অপরদিকে একই ওয়ার্ডের প্রার্থী আমির হোসেন ও মশিউর রহমান একটি করে ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ‘প্রাপ্ত বৈধ মোট ভোটারের মধ্যে ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়।

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের ৩ নং ওয়ার্ড তথা পীরগঞ্জ উপজেলায় দুই জন সাধারণ সদস্য পদে প্রার্থী ১টি করে ভোট পেয়েছেন। অন্য একজন একটিও ভোট পাননি। সুতরাং তাঁরা নিজেদের জামানত হারালেন।

নির্বাচনে পীরগঞ্জ উপজেলায় মোট ভোটার ছিলেন ১৪৫ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ জন। এতে ৭৮টি ভোট পেয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান।

অপর দিকে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ৩ জন প্রার্থীর মধ্যে সংরক্ষিত—২ (পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর) আসনে মোছাঃ সাবিনা ইয়াসমীন রিপা (ফুটবল) ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি সেতারা হক (টেবিলঘড়ি) পেয়েছেন ১৩৮ ভোট পেয়েছেন। আশা মনি (হরিণ) ২৫ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে কোন প্রতিদ্বন্দি না থাকায় ইতিপূর্বে জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী চেয়ারম্যান নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *