মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে আদালতের আদেশ অমান্য করে খাঁস দখলিয় জায়গা জোরপূর্বক দখল সহ বিভিন্ন জাতের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।আসামিরা হলেন পুটিবিলা পশ্চিম তাঁতীপাড়ার
মোহাম্মদ আলী হোসেন সওদাগর,পিতা-মৃত আব্দুর রশিদ,হারুনুর রশিদ, মামুনুর রশিদ উভয়ের পিতাঃ মোহাম্মদ আলী হোসেন সওদাগর।

এ ঘটনায় উপজেলার পুটিবিলা তাঁতীপাড়ার মোহাম্মদ আবুল কাসেমের স্ত্রী শাহেনা আক্তার (৫০) বাদী হয়ে কয়েকজনকে আসামী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পরে লোহাগাড়া থানার এসআই মামুনুর রশিদ সরেজমিনে তদন্ত করে তিনি বলেন
বি এস ১০০৩৫/ দাগে ০,০৭ একর এবং বি এস ১০০৩০/৩ দাগে ০,০৫ একর জায়গা বন্দোবস্ত প্রাপ্তির পর ট্রেসিন ম্যপ অনুযায়ী উক্ত জায়গায় সিমেন্টের পিলার ও তারের বেড়া দিয়ে বিভিন্ন জাতের গাছপালা লাগিয়ে উক্ত বাদীরা ভোগ দখলে আছেন এ বিষয়ে তদন্ত শেষ করে বিবাদী আলী হোসেন কে বারবার থানায় বসিয়ে মীমাংসা করার চেষ্টা করেন পরে আসামি আলী হোসেন থানায় উপস্থিত হতে ব্যর্থ হয় পরে উত্ত বাদীকে আদালতে মামলা দায়ের করার জন্য লিখত পরমর্শ দেয়।

অভিযোগ সুত্রে জানা গেছে, উল্লেখিত বাদীর খাঁস দখলিয় কিছু জায়গা দীর্ঘদিন ধরে আলী হোসেন সওদাগরের দুইপূত্র হারুনুর রশিদ ও মামুনুর রশিদ তাদের বিরুদ্ধে উক্ত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত জায়গা সংক্রান্তে মুুহাম্মদ আবুল কাসেমের স্ত্রী শাহেনা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১৪-১২-২০২১ ইং

মামলাটি চলমান থাকার জন্য,নির্দেশনা প্রদান করেন মাননীয় আদালত।কিছুদিন আগে জোরপুর্বক বিবাদি আলি হোসেন সওদাগর সহ তার দুই অসাধু অস্ত্রদারী ছেলেকে নিয়ে উক্ত জায়গায় টিনের বাড়ী নির্মাণ করার পায়তারা চালাচ্ছিল এতে বাদী বাধা প্রদান করলে আবুল কাসেম ও তার স্ত্রী শাহেনা আক্তারকে মারধরের হুমকি এমনকি একাধিক প্রাণনাশের হুমকি প্রদান করে যাচ্ছেন।

আবুল কাসেম ও তার স্ত্রী জানান,আমাদের জায়গাটা নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলে আসছিল পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইউনুস সঠিক কাগজ পত্রের মাধ্যমে জায়গাটা পরিমাপ করে দিয়েচিলো পরে বিবাদীরা এটাও অমান্য করে গাছকেটে টিন সিট দিয়ে বাড়ি বানানোর পায়তারায় ছিল এটা আমাদের খাঁস দখলিয় জায়গা কিন্তু বিবাদীরা প্রভাব কাটিয়ে আমার জায়গায় আদালতের মামলা থাকার পরও সে দখল করার পাইতারা চালায়।

পরে মাননীয় কোর্টে গাছ কাঠা সহ আমাদের খাঁস দখলিয় জায়গা জোরপুর্বক দখলকারীদের বিরুদ্ধে ফৌজদারি মিস ১৪৫ দারায় একটি মামলা দায়ের করি। যার খাঁস খতিয়ানের বি এস নং ৪৩১৭.খতিয়ান দাগ ১০০৩০/৩,১০০৩৫ এ বিষয়ে এলাকাবাসীদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন দীর ৮০বছর ধরে আবুল কাশেমের দখলে ছিল আমরা জানি কাগজপত্র অনুযায়ী এই জায়গার মালিক আবুল কাশেমের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *