ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
আজ ও আগামী কাল থেকে ধাপে ধাপে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিম বঙ্গে মোট, ২০৮০,ট্রোন, পদ্মা নদীর ইলিশ মাছ পাঠাতে শুরু করবে। সেই জন্য বাংলাদেশের মৎস্য মন্ত্রী জনাব এডভোকেট সাফিউল রেজাউল করিম ও বাংলাদেশ সরকারের বানিজ্যিক মন্ত্রী সাথে ভারতের বানিজ্যিক মন্ত্রীর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এই পদ্মা নদীর ইলিশ মাছ রপ্তানি করার জন্য মোট, ৫৩,টি, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র সাথে ভারতের চুক্তি স্বাক্ষর হয়েছে।

তারা প্রথম ধাপে, আশি ট্রোন ইলিশ মাছ রপ্তানি করবে ভারতে। এই মাছ ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বেনাপোল ও কলাবোরা সীমান্ত দিয়ে এবং পশ্চিম বঙ্গের হিলি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করবে। গতবছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত কে প্রায়, ৫০০,ট্রোন, ইলিশ মাছ দিয়েছিল। এ বৎসর তা বাড়িয়ে, ২০৮০, ট্রোন ইলিশ মাছ দেবার জন্য ঘোষণা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা আগামী, ১০,অক্টোবর, দূর্গ পূজার আগে চলে আসছে। এই মাছের দাম, ১২০০,টাকা, কেজি থেকে শুরু করে, ৪৫০, টাকা কেজি হিসেবে বাজারে বিক্রি করা হবে। ওজন হবে, ২,কেজি, শুরু করে, ৫০০,গ্রাম, পযন্ত ওজন হবে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আগামী দুর্গা পূজার উপহার হিসেবে ইলিশ মাছ পাবেন বলে জানা গেছে। এই উপহার হিসেবে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *