মোঃ আজিজুল হক নাজমুল রিপোর্টারঃ
কুড়িগ্রামে ফুলবাড়ীতে রফিকুল ইসলাম (৪৫) নামের এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে রফিকুল ইসলাম (৪৫) নামের এক কৃষক বৈদ্যুতিক সেচ দিয়ে পুকুরের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়র তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত কৃষক উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের তোবার উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা দাযের করা হয়েছে।
