(জামালপুর)সংবাদদাতা ॥

বকশীগঞ্জে রেললাইনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বকশীগঞ্জ-জামালপুর সড়কের বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ শাখাএই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে পিয়ার থেকে শেরপুর-বকশীগঞ্জ হয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী পর্যন্ত রেল লাইনের দাবি জানানো হয়। পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি’র দৃষ্টি আকর্ষন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক,সুশীল সমাজ,শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন। মানবন্ধনে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদ সদস্য আল আমীন, অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উল হক তুহিন,গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক,ব্যবসায়ী আবদুস সাত্তার,বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুল আলিম তারা,বকশীগঞ্জ সচেতন নাগরিক ঐক্যের সভাপতি মনিরুজ্জামান মনির,সিনিয়র সাংবাদিক সলিমুল্লাহ সেলিম, বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মতিন রহমান প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *