ইউসুফ আলী প্রধানঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যােগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা আয়োজন করেছে জেলা গনগন্থাগার।
এসময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহামুদুর রহমান, নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজমুল হাসান।
অনুষ্ঠানে উদ্বোধন কালে স্টল পরিদর্শন করে মোস্তাইন বিল্লাহ বলেন খুব সুন্দর বই আরো বেশি বেশি পড়তে হবে নতুন প্রজন্মকে দেশপ্রেম জাগ্রত করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো শামীম বেপারীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার সিারজ দৌলা খান, নারায়ণগঞ্জ জেলা গনগন্থাগার দেবাশীষ ভদ্র প্রমূখ।