ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধিঃ— বটিয়াঘাটার আরমাত্র ৪ দিন পর ২০ সেপ্টেম্বর সোমবার শুরু হচ্ছে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ।
নির্বাচন সামনে রেখে ৩টি ইউনিয়নের মধ্যে গঙ্গারামপুর ইউনিয়নে ইভিএম ভোটিং মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । এ লক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুস সাত্তার আগামী ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি স্ব-স্ব এলাকার ভোটারদের প্রদর্শন করা হবে বলে এক পরিপত্রের মাধ্যমে অবগত করেছেন।
প্রশাসনের সার্বিক সহযোগিতায় ইভিএম ভোটিং কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে প্রিন্ট ও মিডিয়ার পাশাপাশি মন্দির—মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও ব্যাপক প্রচার ও প্রচারণারও উদ্যোগ হাতে নিয়েও পরিপত্র জারি করেছে উপজেলা নির্বাচন অফিস।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সারা দেশে প্রথম ধাপে ইউপি নির্বাচনে এ উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলায় প্রথম ধাপে যে,অ ৩টি হলো গঙ্গারামপুর ইউনিয়ন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন ও আমিরপুর ইউনিয়ন।
গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন।এরা হলেন বর্তমান চেয়ারম্যান শেখ হাদী উজ জামান হাদী (নৌকা), সাবেক চেয়ারম্যান শিক্ষক শিবপদ মন্ডল (স্বতন্ত্র),সাবেক চেয়ারম্যান আব্দুল গনি বিশ্বাস(স্বতন্ত্র),সাবেক চেয়ারম্যান পুত্র রাম প্রসাদ রায়(স্বতন্ত্র), মোঃ আসলাম হোসেন (স্বতন্ত্র) ও নাজিম উদ্দীন শেখ(স্বতন্ত্র)।
সাধারণ ও সংরক্ষিত আাসন মিলে এবার এখানে সর্বমোট ৫৩ জন সদস্য প্রতীক নিয়ে প্রচার প্রচারনায় নেমে পড়েছে। প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ,নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট সম্পন্ন হবে ঘোষণা দেওয়ায় সকল পদের প্রার্থীরা প্রচার —প্রচারণায় কেউ কাউকে ছাড় দিতে চাইছে না। তাঁরা গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছে।
২০ সেপ্টেম্বর ভোট গ্রহনের ৭২ ঘন্টা আগে সব ধরনের প্রচার প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়ে নির্বাচন কমিশন । সব মিলিয়ে এবার ৩টি ইউনিয়নের নির্বাচন বেশ হাড্ডা হাড্ডি বলে জানিয়েছে সাধারণ ভোটাররা।অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত আনসার, পুলিশ, বিজিবি, নির্বাহী ম্যাজিষ্ট্রেট,টাস্কফোর্সের টহল থাকবে বলে জানা গেছে। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিষ্টেট আব্দুল হাই সিদ্দিকী জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার এর নির্দেশনা এবং নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন সুষ্ট করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা ব্যবস্থা রাখার পাশাপাশি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে ।
ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসন বদ্ধপরিকর। বিঘ্ন ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।