বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটায় কেয়ার বাংলাদেশ’র কোভিড -১৯ ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় গত পরশু বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ স্থানীয় সাচিবুনিয়া সরস্বতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । কোভিড -১৯ ভ্যাকসিন অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাশিফা মোস্তফা ।

কেয়ার বাংলাদেশ’ বটিয়াঘাটা প্রজেক্ট ম্যানেজার মোঃ বুলবুল আহম্মেদ এর সঞ্চলনায় অনুষ্ঠিত কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, জেলা ইপিআই সুপারেন্ট শেখ আব্দুল বারী, জলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান -০১ ইউপি সদস্য পার্থ রায় মিঠু, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ আনিসুজ্জামান, উপজেলা এমটিইপিআই জ্যোতিন্ময়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিকাশ কুসুম মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার চৌধুরী, এএইচআই সেলিনা বেগম, সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার প্রমূখ । সমগ্ৰ অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন কেয়ার বাংলাদেশ বটিয়াঘাটা প্রজেক্ট অফিসার মোঃ রেজাউল আহম্মেদ । উক্ত কার্যক্রমে উপজেলার ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয় মধ্যে ৬ টি বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । উদ্বোধনী দিনে সরস্বতী মাধ্যমিক বিদ্যালয়ের ৫৯৫ জন্য শিক্ষার্থীর অনলাইন কার্যক্রম সম্পন্ন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *