বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
জেলার বটিয়াঘাটা উপজেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে গতকাল সোমবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা খাতুন,
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়,পল্লব বিশ্বাস রিটু, জাকির হোসেন লিটু,আসলাম হালদার, শেখ আসাবুর রহমান আসাব, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, সাংবাদিক পরাগ রায়, ইউপি সদস্য মোঃ ওবায়দুল্লাহ শেখ প্রমূখ ।