বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২১ ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান । প্রভাত সূর্যদ্বয়ের সাথে সাথে গল্লামারী শহীদ ভ্যাদিতে পূস্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন । পরবর্তীতে সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে পর্যায়ক্রমে মহান জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, বীরমুক্তিযোদ্ধাবন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রেসক্লাব, উপজেলা আ’লীগ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সকাল সাড়ে ১০ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ডিসপ্লে ও বেলা ১২ টায় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
সমগ্ৰ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি)আব্দুল হাই সিদ্দিকী,ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ , সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার । অপরদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে সকাল ১১টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও এক আলোচনা সভা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার । বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিউটি রাণী পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাজু হালদার,উত্তম টিকাদার, সুদীপ্ত মল্লিক,ডাঃ সবুজ সরকার,সঞ্জীবন মিস্ত্রী, প্রতাপ মল্লিক, মধূসুদন মল্লিক প্রমূখ ।