ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ
জেলার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে বিভিন্ন সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগত অর্থ প্রদান করা হয় । গতকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন সহ সুফলভোগীবৃন্দ । এ সময় ১১৯ জনকে ২ ভান ঢেউটিন ও ভান প্রতি ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করেন ।
