ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি ঃ
জেলার বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয় । সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন এর সভাপতিত্বে গতকাল রবিবার বেলা ১ টায় স্থানীয় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মোস্তফা বিলাল, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমীর আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ । এসময় মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন এ প্রতিবেদককে জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি মৎস্যজীবী ও মৎস চাষীদের মৎস্য খামারের মাটি ও পানি পরীক্ষা সহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।