ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন,ধর্ম যার যার উৎসব সবার । সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয়া দূর্গোৎসব।বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ।

কিছু বিপথগামী মানুষ ও স্বার্থনেস্বী মহল সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায়। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সেই অশুভ শক্তিকে প্রতিহত করতে পারি তাহলে সম্প্রীতি অটুট থাকে এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায়ে থাকে।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাওয়ায় বাংলাদেশ আজ গোটা বিশ্বে মডেল হিসেবে প্রসংশিত হচ্ছে । তাই যে কোন মূল্যে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে হবে ।

উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে গতকাল সোমবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ অডিটরিয়ামে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে জি,আর চাউল বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিধান রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, লবনচরা থানার ওসি (তদন্ত) মোঃ আমিরুল ইসলাম,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাঈদ হাসান।অধ্যাঃ মনোরন্জন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক সরদার জাকির হোসেন ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, হরিণটানা থানা প্রতিনিধি এস আই দ্বৈপায়ন মন্ডল, সুজয় মন্ডল, সুবীর মল্লিক, বিধান হালদার‌ প্রমূখ ।

এসময় উপজেলার ১১৪ টি পুঁজা মন্দিরে হুইপ পঞ্চানন বিশ্বাস এমপির ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেকে ৫০০ টাকা এবং ৫০০ কেজি জিআর চাউল বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *