বটিয়াঘাটা প্রতিনিধিঃ-
বটিয়াঘাটায় বিএডিসি’র মাধ্যমে গতকাল বুধবার খাল খনন কর্মসূচীর উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনার উপ—পরিচালক মোঃ হাফিজুর রহমান এ খাল খনন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন। উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ জামান ফারুক, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ আলী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু বক্কার ছিদ্দিক, ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু প্রমুখ।
উল্লেখ্য এ কর্মসূচিতে স্হানীয় জাতীয় সংসদের হুইপ এর প্রচেষ্টায় কৃষি মন্ত্রী’র নির্দেশে বিএডিসির মাধ্যমে উপজেলার বলাবুনিয়া এলাকায় ২ কিলোমিটার ওই খালটি খনন করা হবে। এতে প্রায় ৫০০ হেঃ জমি এক ফসলী থেকে ২ ফসলী জমিতে রুপান্তরিত হবে।