বন্দর প্রতিনিধি :
বন্দরে পিকআপ ও অটো ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ অটো যাত্রী আহত হয়েছে। আহত ৫ জনের মধ্য ৩ জনের নাম পরিচয় পাওয়া গেলেও বাকি ২ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলো বন্দর থানার সোনাচড়া এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে আকাশ (৩০) নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার রায়হান পুলক (৪৩) সোনাচড়া এলাকার মোজাম্মেল (৩৫)। আহত ৫ জনের মধ্যে স্থানীয়রা ৩ জনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। বাকি ২ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

বৃহস্পতিবার ( ২২মে) সকাল সোয়া ৮টায় বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতালস্থ গ্লাস ফ্যাক্টরির সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের মদনপুর টু মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় ঢাকা মেট্রো ন ২৩-৩১১৭ নাম্বারের একটি পিকআপ ভ্যানের সাথে অটো ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সময় অটোর ৫ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। র্দূঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে র্দূঘটনা কবলিত গাড়ীটি তাদের হেফাজতে নেয়।
গেছেন বলে জানাগেছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *