বন্দর প্রতিনিধি:
বন্দরে এক ব্যবসায়ীর দাঁত উপড়ে ফেলে নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় মেহেদী (২৯)নামে এক হামলাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মেহেদী বন্দর থানার নবীগঞ্জ এলাকার আমির হোসেন মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতকে বুধবার (১৪ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ মে) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত ২১ এপ্রিল নবীগঞ্জ পরিক্তাক্ত ফার্মেসী সংলগ্ন জাতীয় পার্টির বন্ধ অফিসের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ঘটনার ১২ দিন পর শনিবার (৩ মে) রাতে ভুক্তভোগী দীল মোহাম্মদ (৪৫) বাদী হয়ে ৬ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো, সিমান্ত (২৮), মেহেদি (২৯), হিমেল (২৬),আলিফ (৩০), তসিফ (২৭), মিরান (২৭)।তারা সকলেই নবীগঞ্জ (ইসলাম বাগ) এলাকার বাসিন্দা, সংঘবদ্ধ ছিনতাইকারী।

মামলা সূত্রে জানাগেছে, নাসিক ২৩ নং ওয়ার্ড নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় এলাকার মৃত আলী হোসেনের ছেলে দীল মোহাম্মদ, পেশায় হুসিয়ারী ব্যবসায়ী। তিনি সাইনবোর্ড এলাকা থেকে গত ২১ এপ্রিল রাতে ব্যবসার নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে নবীগঞ্জ ঘাট পার হয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় নবীগঞ্জ পরিক্তাক্ত ফার্মেসী সংলগ্ন জাতীয় পার্টির বন্ধ অফিসের সামনে পৌঁছালে স্থানীয় একটি ছিনতাইকারী চক্র পথ গতিরোধ করে জোরপূর্বক টাকা, মোবাইল নিয়ে নেওয়ার চেষ্টা করে।

পরে তাদের বাধা প্রদান করায় মুখের উপরের পার্টির সামনের দুই টি দাঁত উপড়ে ফেলে মারাত্বক রক্তাক্ত জখম করে। এসময় প্যান্টের বাম পকেটে থাকা নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, প্যান্টের ডান পকেটে থাকা খুচরা এক হাজার ছয়শত) টাকা ও একটি বাটন সিম্ফনি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
পরে ওই ব্যবসায়ীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য নারায়নগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *