বন্দর প্রতিনিধি:
বন্দরে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ফাহাদ কবীর পাঠান (৩৪) এক যুবক মারাত্মক ভাবে জখম হয়েছে। আহত যুবক ফাহাদ কবীর পাঠান বন্দর থানার ২২ নং ওয়ার্ডের বন্দর রেলী আবাসিক মসজিদ গলি এলাকার শাহাজাদা পাঠানের ছেলে। স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় ফাহাদ কবীরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে।
গত সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টায় বন্দর রেলি মসজিদ গলি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত যুবকের পিতা শাহাজাদা পাঠান বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে আহতের পিতা অভিযোগের বাদী গণমাধ্যমকে জানায়, প্রতিদিনের ন্যায় গত সোমবার রাত সাড়ে ৯টায় আমার ছেলে ফাহাদ কবীর পাঠান রেলী মসজিদ থেকে নামাজ আদায় বাড়ি ফেরার সময় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্য তার উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা আমার ছেলেক হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্রে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। ওই সময় স্থানীয়রা আমার ছেলেকে মারাত্মক কাটা জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে চিকিৎসা গ্রহন করে বর্তমানে বন্দরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।