বন্দর প্রতিনিধিঃ
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার হইতে লাঙ্গলবন্দ বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তাটি যেন মরদ ফাঁদে পরিনত হয়েছে। রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থা পরে থাকার কারনে দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বৃহস্পতিবার(২২ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত কয়েক দিনের অতিরুিক্ত বৃষ্টির পানিতে রাস্তাটি হাটু পানিতে তলিয়ে গেছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি হাটু পর্যন্ত পানি জমে একাকার হয়ে যায়। ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘ দিন বেহাল অবস্থায় পরে আছে যেন দেখার কেউ নেই।
ইস্পাহানি বাজার থেকে লাঙ্গলবন্ধ বাজারারের একমাত্র সড়ক এই রাস্তাটি,রাস্তাটি বড় বড় গর্তে পরিনত হয়েছে। পানির কারনে গাড়ি চলাচলের সময় গর্তে পরে নানা রকম দূর্ঘটনার শিকার হচ্ছে এখানকার চলাচলরত যাত্রীরা। ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শাহাআলম গণমাধ্যমকে জানান, এই রাম্তাটি দুই পাশে রয়েছে অসংখ্য তুলার মিল। রয়েছে স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ হাজার হাজার শ্রমিক রাস্তায় জমে থাকা পানির উপর দিয়ে যাতায়াত করে। পানি জমে থাকার কারনে অনেকেই দূর্ঘটনার শিক্ষার হয়।
ধামগড় ইউনিয়নের বাসিন্দা নাসির মাতাব্বর জানান,ইস্পানি বাজার হতে বুনিয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী। হাজার হাজার মানুষের চলালের এটি অন্যতম রাস্তা । একটু বৃষ্টি হলেই রাস্তায় পরিবহন চলাচলের অনোপযোগী হয়ে পরে।
ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জানান, গত ৮ বছর যাবত রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তার দুইপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন দূর্ভোগ পোহাতে হচ্ছে। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রাস্তায় বেহাল দশা সম্পর্কে আমি জানতে পেরেছি। দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ করা হবে।