বন্দর প্রতিনিধি:
বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রয়াত আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের মালিকানাধীন নির্মানাধীন প্রতিষ্ঠান স্টেলার লিমিটেডে দূর্ধষ ডাকাতি সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। অজ্ঞাত নামা ২০/৩০ জনের ডাকাতদল অাগ্নেঅস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ট্রাকযোগ উল্লেখিত প্রতিষ্ঠানে প্রবেশ করে সিকিউরিটি গার্ড ও নির্মান শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৭ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় স্টেলার লিমিটেডের মালিক সাজ্জাদ উদ্দিন অপু বাদী হয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে অজ্ঞাত নামা ২০/৩০ জন ডাকাতকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দাস্থ উল্লেখিত প্রতিষ্ঠানে এ ডাকাতি ঘটনাটি ঘটে।
প্রতিষ্ঠানের মালিক ও অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২ মাস ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকায় স্ট্রেলার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে নির্মান কাজ চলমান রয়েছে।

বৃহস্পতিবার রাতে অজ্ঞাত নামা ডাকাত দল ট্রাক নিয়ে উল্লেখিত প্রতিষ্ঠানে প্রবেশ করে সিকিউরিটি গার্ড ও নির্মান শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ১টি ওয়েল্ডিং মেশিন, ২টি এলপি গ্যাসের বোতল,১টি ম্যাগনেট ড্রিল মেশিন, ১টি গাছ ড্রিল মেশিন, ১টি রমার মেশিন ও হনস মেশিন ও লোহার প্লেটসহ আরো আনুষাঙ্গিক ১৭টি মেশিনারিজ জিনিসপত্র ডাকাতি করে নিয়ে গিয়ে ১৬ লাখ ৬৪ হাজার ৫০ টাকা ক্ষতিসাধন করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *