বন্দর প্রতিনিধি:

বন্দরে সন্ত্রাসী হামলায় নিহত রোমান ওরফে ক্যাপ রোমানের কুলখানী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকালে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাটস্থ বাসভবনে পবিত্র কোরআন খানি খতম, বাদ জহুর বিদেহী আত্মার শান্তি কামনা করে স্থানীয় মসজিদসহ আলীনগর জামে মসজিদে মিলাদ ও দোয়া এবং বিকেলে কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে নানা শ্রেনীর মানুষ অংশগ্রহন করতে দেখা গেছে। ুিনহত রোমান বন্দর থানার মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার আব্দুর রহিম ওরফে আদু মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়াস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী ও বহু অপকর্মের হোতা অনিক গ্রুপের সন্ত্রাসী হামলায় রোমান ওরফে ক্যাপ রোমান নিহত হয়। এ ঘটনায় বন্দর থানা পুলিশ হত্যাকান্ডের ঘটনার রাতেই হত্যা মামলার প্রধান আসামী অনিক সরদারসহ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এ ঘটনায় নিহত রোমানের পিতা আব্দুর রহিম ওরফে আদু মিয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ্য করে আরো ৬/৭ জনকে আসামী করে বন্দর থানায় ৪৮(৫)২৩ নং হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *