নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ধামগড় ইউপি ৫নং ওয়ার্ড আমৈর কান্দাপাড়া মরহুম ইউছুফ মোল্লার পরিবারের পক্ষ হইতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় আব্দুল আজিজ মোল্লা মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সানাউল্লাহ সানু, ভাইস চেয়ারম্যান বন্দর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল বাসার ভুইয়া- সভাপতি মদনপুর ইউপি জাতীয় পার্টি,গোলাপ হোসেন ভুইয়া-সাধারন সম্পাদক মদনপুর ইউপি জাতীয় পার্টি, কামাল হোসেন- ভারপ্রাপ্ত সভাপতি ধামগড় ইউপি জাতীয় পার্টি,মোঃ আলাউদ্দিন-সাধারন সম্পাদক ধামগড় ইউপি জাতীয় পার্টি,গিয়াস উদ্দিন চৌধূরী-সভাপতি নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি,লোকমান হেকিম-বিশিষ্ট সমাজ সেবক আমৈর কান্দাপাড়া, গাজ্বী মোতালীব-সভাপতি ধামগড় ইউপি ৫নং ওয়ার্ড, ৯নং ওয়ার্ড সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ও আলহাজ্ব সানাউল্লাহ শাহ্ সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি। সার্বিক পরিচালনায় আলহাজ্ব হাঃমুহাঃ নাঈমুল ইসলাম বুলবুল(মদিনার বুলবুল) সাবেক সাধারন সম্পাদক মদিনা জেলা কেন্দ্রীয় কমিটি-সৌদী আরব ও আবু মুসা মোহাম্মদ মাসুম( আমেরিকা প্রবাসী)।

এসময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, বিশ্ব ব্যাপী তথা বাংলাদেশের বর্তমান ভয়াভহ পরিস্থিতি হলো কোভিন-১৯ অর্থাৎ করোনা। তাই সকলকে স্বাস্থ্য সচেতনা রক্ষার্থে সরকারী নির্দেষনা পালন করতে হবে। বিশেষ করে জরুরী কোন কাজ ছাড়া মাক্স ব্যাতীত চলাচল করা যাবেনা। ছোট বড় সবাইকে মাস্ক ব্যবহার করতেই হবে। সেই সাথে আসছে রমজান ও পবিত্র ঈদুল ফিতর। তাই অসহায় গরীব লোকদের প্রতি সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সকলের প্রতি অনুরোধ জানান।

মদিনার বুলবুল বলেন, আজ আমাদের মরহুম পিতা ইউছুফ মোল্লার স্বরনে এলাকার অসহায় একশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করছি। এই ধারা আমাদের পরিবারের পক্ষে অব্যাহত থাকবে। সেই সাথে করোনার মহামারি থেকে সকলকে সচেতনতার সহিত চলাফেরা করার আহবান করেন। পাশাপাশি সমাজের বিত্তবান সকলেই যেন খেটে খাওয়া দিনমজুর অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই অনুরোধ জানান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টি নেতা জাকির হোসেন ওরফে জাক্কার মোল্লা,নুরুজ্জামান জামান,খবির হোসেন,রহমত উল্লাহ,খায়রুল ইসলাম,কেরামত আলী,জাকির,সবুজ প্রধান, মিনহাজ,ইমরান হোসেন ঈমন,হাফেজ ইসমাইল হোসেন,হযরত মাওলানা ওসমান গনি, ফয়সাল আহম্মেদ মোল্লা, হাফেজ মোঃ মোহাসীন মিয়া,
পরে মরহুম ইউছুফ মোল্লার আত্বার মাগফেরাত কামনা সহ পরিবাবারের সকলের মঙ্গল কামনায় সংক্ষিপ্ত মিলাদ ও দোয়ার মাধ্যমে ইফতার সামগ্রী বিতরন করা হয়। দোয়া পরিচালনা করেন খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কারী মোঃ ইব্রাহিম মোল্লা। পরে অসহায় সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরন ও পিঠা খাওয়ার উৎসব অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *