মশি উদ দৌলা রুবেল :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র গুলো তুলে ধরেছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরন। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালির আয়োজন করে, উপজেলা প্রশাসন ফটিকছড়ি।
র‍্যালিটি উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ হতে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মাঠে ফেরত আসে।
র‍্যালি পরবর্তী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন জনাব হোসাইন মোঃ আবু তৈয়ব চেয়ারম্যান, উপজেলা পরিষদ,ফটিকছড়ি।
ও সকলের প্রিয় পরিশ্রমি ও সততার পথিক সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সায়েদুল আরেফিন ফটিকছড়ি, চট্টগ্রাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জিসান বিন মাজেদ ফটিকছড়ি, চট্টগ্রাম।
মিসেস জেবুন নাহার মুক্তা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,ফটিকছড়ি। এবং জনাব এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী (শাহীন),ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, ফটিকছড়ি। এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তর প্রদান এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মুজিব শত বর্ষের এই মেলা চলবে আজ ২৭ মার্চ ও কাল ২৮ মার্চ পর্যন্ত। মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তাদের প্রদত্ত সেবা দেবে। মেলায় আসতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সকলকে আহবান জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব হোসাইন মোঃ আবু তৈয়ব এবং উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দুরত্ব বজায় রেখে মেলা উপভোগ করতে আহবান জানান।।
দেশে হচ্ছে উন্নয়ন থাকবে না আর অভাব অনথন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *