কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
বাংলাদেশের দুর্গা পূজার সময় কুমিল্লা তে একটি পূজা মন্ডপের মধ্যে বজরঙ্গি বলির মূর্তির পায়ের উপর পবিত্র কুরআন শরীফ রাখা কে কেন্দ্র করে বাংলাদেশের মাটিতে নেমে আসে অশান্তি।

যার জেরে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি লুটপাট করে কিছু দুস্কৃতিকারী। এই ঘটনার পর থেকে তার প্রভাব ভারতের উপর পড়ে। বহু এলাকায় বাংলাদেশের সরকারের বিরুদ্ধে পথে নামে গোড়া হিন্দু বাদি দল আর এস এস, বজরঙ্গ দল, বিশ্ব হিন্দু পরিষদ ও অন্যান্য হিন্দু সম্প্রদায়ের সঙ গঠন। পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বিজেপি ও তার মিত্র দলগুলো বিক্ষোভ প্রদর্শন করেন। এমনকি কলকাতার বাংলাদেশ উপদূতবাসে বিক্ষোভ মিছিল প্রদশর্ন করে। এবং বাংলাদেশের হিন্দুদের উপর জুলুম বন্ধ করার ডাক দেন। এই শহরের বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে স্মারকলিপি দিতে আসেন বাংলাদেশের কলকাতার উপদূতবাসে পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি নেতৃত্ব।

সেই সঙ্গে বাংলাদেশের সরকার কে হুশিয়ারি দেন হিন্দুদের উপর জুলুম বন্ধ করতে। আজ তার পাল্টা আক্রমণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলেন বাংলাদেশের হিন্দুদের উপর জুলুম ও ঘরবাড়ি লুটপাট কোন ভাবে মেনে নেবেন না বাংলাদেশের সরকার। তারা এই ঘটনার পর প্রায়, ৪৮৫,জন, মানুষ কে গ্রেফতার করে এই ঘটনার জন্য। তার পর যদি ভারতের সরকার ও বিজেপি বাংলাদেশের সরকার কে হুমকি দেয় তাহলে ভারতের এই হুমকির মুখে মাথা নত করবে না। তার জন্য যদি ভারতের সাথে অথনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং সামাজিক ও বানিজ্যিক সম্পর্ক চীড় ধরে তাতে পিছুপা হবে না। কারণ বাংলাদেশের সরকার চীনের সাথে ভালো সম্পর্ক রাখছে সেটা মাথায় আছে ভারতের। তাই ভারতের সরকার চাইবে না যে বাংলাদেশের সরকার সাথে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। সেই চালটি দিয়ে রাখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি আন্তর্জাতিক রাজনৈতিক মহলের দাবি বলে মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *