মোঃ কামাল হোসেন, রিপোর্টার -ঃ
বাংলাদেশ প্রিন্টিং মাস্টার এসোসিয়েশন, বাংলাদেশের সকল প্রিন্টিং মাস্টারদের সমন্বয়ে গঠিত। এই এসোসিয়েশনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশের সকল প্রিন্টিং মাস্টারদের একই প্লাটফর্মের সমন্বিত করে কাজ করা এবং সকল প্রিন্টিং মাস্টারদের সহযোগিতার মনোভাব নিয়ে তৈরি এই সংগঠনটি বিগত কয়েক মাস যাবৎ মাস্টারদের নিয়ে কাজ করে যাচ্ছে।
সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার স্বার্থে একটি সাংগঠনিক অফিস অনেক জরুরী হওয়ার কারণে সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে অদ্য শুক্রবার (২৯ জুলাই ২০২২ ইং) বিকাল ৪ ঘটিকায় নারায়ণগঞ্জস্থ পুলিশ লাইন এলাকায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে একটি অফিস উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা – জনাব বজলুর রহমান সাহেব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – বাংলাদেশ প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের সভাপতি মোঃ কবির হোসেন।
আরো উপস্থিত ছিলেন – প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি – মোহাম্মদ শাহজাহান সাজু, সহ-সভাপতি – মোঃ জহিরুল ইসলাম, সহ সভাপতি – মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক – মোঃ আরিফ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক – মোঃ সাব্বির হোসেন, প্রচার সম্পাদক – মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক – মোঃ টিপু সুলতান, কোষাধ্যক্ষ – নাসির উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ ও এসোসিয়েশনের সাধারণ সদস্য বৃন্দ।