আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম
মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া আইন কলেজ পরিচালনা পর্ষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর রোজঃ শনিবার দুপুরে পটিয়া আইন কলেজ মিলনায়তনে কলেজ পরিচালনা পরিষদের সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. আবদুল আলিম।

আরও বক্তব্য রাখেন, এড. খন্দকার এমদাদুর রহমান, কবি শিবুকান্তি দাশ, অধ্যাপক ভগীরথ দাশ, প্রণব দাশ, দেবর্শী চক্রবর্তী, আবদুর রহমান রুবেল, আবু সাঈদ তালুকদার খোকন, সাইফুল ইসলাম সোহেল, জোবাইদুর রহমান জিসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জন ১৬ ডিসেম্বর। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার দিন ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। জাতিরাষ্ট্র ‘বাংলাদেশ’ প্রতিষ্ঠা হলো বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *