এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ওই ইউনিয়নের ৯ জন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন স্থানীয় সরকার।

সোমবার (৩১ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউপির চেয়ারম্যান আব্দুল মালেকের পদ শূন্য ঘোষণা করা হয়।চিঠিতে উল্লেখ, বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউপি চেয়ারম্যান আবদুল মালেক মিয়ার বিরুদ্ধে বয়স্কভাত, বিধবাভাতা, ভিজিড়ি, ভিজিএফ’র চাল ও মাননীয় প্রধানমন্ত্রী’র ঈদ উপহারের চাল বিতরণে অনিয়মসহ বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন ওই ইউপি’র ৯ জন সদস্য।

৪নং দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের পদ শূন্য ঘোষণার বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৫ (২) ধারা অনুযায়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের পদ শূন্য ঘোষণা হয়েছে। শিগগিরই এ–সংক্রান্ত গেজেট জারি করা হবে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, আমার বিরুদ্ধে ইউপি সদস্য কর্তৃক আনীত অভিযোগগুলো সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি খুব শীঘ্র এ বিষয়ে হাইকোর্টে রিট করব।

অপরদিকে স্বাক্ষর জাল করাসহ বিভিন্ন অভিযোগে দিওড় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তা মহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *