রিপোর্টার , কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
বইমেলার শুভ সূচনা করলেন বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিপ চট্টোপাধ্যায় ও রুপা মজুমদার, ফিতে কেটে এর শুভ সূচনা করলেন, ৫ ফুট বাই ছয় ফুটের বই মেলা, দামেও যেমন মিনি, মানে সবচেয়ে কম দাম এক টাকায় রবীন্দ্র রচনাবলীর মত মহার্ঘ বই, পাগল তরুণের অভিনব উদ্যোগ যিনি ব্যাংকের চাকরি ছেড়ে বই প্রকাশনা করছেন, আজ একদিকে স্বামীজীর জন্মদিন অন্যদিকে এই বইমেলার শুভ সূচনা, সকাল ১১ টা ৫৫ মিনিটে এই বইমেলা শুভ সূচনা হয়, এবং ছকি সাথে ছটি বইয়ের উদ্বোধন হয়।

তার মধ্যে দুটি বাংলাদেশের লেখক এর বইরেও শুভ সূচনা হয়েছে আজ, একটি রানা জামান এর নেপথ‍্যকাহিনী, অন্যটি আব্দুল আজিজের মহাযুদ্ধের পর আমাদের ইতিহাস, কোন নদীর জলে ধুয়েছে ,এই দুটি বই আজকে উদ্বোধন করেন ত্রিদিব ঘোষ ও রুপা মজুমদারের হাত ধরে, আজ পত্রপাঠ প্রকাশনী জন্ম নিল ছোট্ট ঘরে, আজ তাই বইমেলার মধ্য দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে, এক টাকার বই সংগ্রহ করে, যা বিশ্বে আজও এই এক টাকার বই কেউ দিতে পারেননি, পএপাঠ প্রকাশনীর কর্ণধার সম্রাট বাবু জানান, মানুষের আকর্ষণ বাড়াতে বইয়ের মধ্যে, এবং বই পড়ুয়াদের মন জয় করতেই আমার এই উদ্যোগ,

তিনি আরো জানান, আমরা বইপ্রেমী দের জন্য কলকাতা বইমেলা পর্যন্ত ৩৫% পর্যন্ত কমিশন রেখেছি এটা আমাদের চলবে বইমেলা পর্যন্ত, আজ আমরা ৫২ টি নতুন বই নিয়ে শুরু করেছি তার মধ্যে আজকে আরো ছটি বইয়ের শুভ সূচনা হলো তবে আগামী দিনে, আমরা আরো বই প্রকাশ করব, এবং দর্শকদের নতুন নতুন বইয়ের উপহার তুলে দেব, যারা আমাদের বই সংগ্রহ করতে চান, আমাদের বিভিন্ন রকম সাইড খোলা আছে? অনলাইনের মধ্যেও বইপ্রেমীরা বই বুকিং করতে পারবেন এবং তারা আমাদের কাছ থেকে নির্ধারিত কমিশন পাবেন, আজকে বুক সেলার্স গিল্ডের কর্ণধার ত্রিদীপবাবুকে আমরা পেয়ে গর্বিত, যিনি আমাদের পাশে এসে বইমেলার ও বইয়ের শুভ সূচনা করলেন এবং আমাদের উৎসাহিত করলেন।….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *