মুজিব জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ১৬/১২/২০২১ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার নগরীর হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এ আলোচনা সভা, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ বর্ধন, উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মানিকুজ্জামান, সহকারী পরিচালক (অপারেশন), মোঃ আব্দুল হালিম, সহকারী পরিচালক, ঢাকা, মামুন মাহমুদ, অধ্যক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্রেনিং কমপ্লেক্স, মোঃ ওহিদুল ইসলাম, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জোন- ১ এর উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।