আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের পুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৯৮৮ সালের ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

হৃদয়ের বন্ধনে অটুট থাকুক-বন্ধুত্বের বাঁধন এসএসসি ব্যাচ-৮৮ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে শুক্রবার দিনভর দুইপর্বে এ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

শুরুতে ঐ ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের স্মরনে দোয়া ও স্মৃতিচারণ করা হয়। এছাড়াও বন্ধু বান্ধবরা একে অপরের সাথে শৈশব স্মৃতিতে মিলে এক অবিস্বরনীয় দৃশ্যের সৃষ্টি হয় ।

এসময় ১৯৮৮ এসএসসি ব্যাচের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দুয়ার ইউনিয়নের চেয়ারম্যান জমিরুল ইসলাম,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, হরিপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয় শরীর চর্চা শিক্ষক মমতাজ আলী, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী কালাচাঁদ বসাক, পুলিশ কর্মকর্তা মাসুদ রানা, ডিএন ডিগ্রি কলেজের প্রভাষক দুলাল চন্দ্র ভৌমিক, ব্যাংক কর্মকর্তা মহসিন আলী,স্যানিটারি পরির্দশক ফরিদা ইয়াসমিন,শিক্ষিকা রোকেয়া খাতুন,শিক্ষিকা ফেরদৌসী বেগম খুশি, শিক্ষিকা লায়লা ফেরদৌস প্রমুখ ।

আমন্ত্রিত অতিথির মধ্যে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী ,সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক সহ প্রধান শিক্ষক জসিমউদ্দিন, সাবেক শরীর চর্চা শিক্ষক ও ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক শিক্ষক আমির হোসেন বিএসসি, পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সোহেল রানা প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজিত ব্যাচের শিক্ষার্থী প্রভাষক জুলফিকার আলী ভুট্টো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *