আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ বীজ, মুগ ডাল ও রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবি মৌসুমের (২০২২-২৩ অর্থবছর) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেয়াজ সহ অন্যান্য ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে রাসায়নিক সার গম, ভুট্টা, সরিষা, মুগ, শীতকালীন পেঁয়াজ বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর ) সকালে কৃষক কৃষাণীর মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতাল জুলকার নাইন কবির স্টিভ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,
উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, সাধারন সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম
উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, উপজেলা সহকারী খাদ্য কর্মকর্তা নবাব আলী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আল্লামা আব্দুল নূর আলিফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপকারভোগী কৃষক প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ কৃষকের নানা দিক নির্দেশনামূলক কথা বলেন।তিনি জানান এ কর্মসূচির আওতায় ৭৭৫০ কৃষককে
বিনামূল্যে রাসায়নিক সার গম, ভুট্টা, সরিষা, মুগ, শীতকালীন পেঁয়াজ বীজ
দেওয়া হবে ।

অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ৭ হাজার ৭৫০ কৃষক কৃষাণীর মাঝে রাসায়নিক সার বীজ বিনামূল্যে বিতরণ শুরু করেন রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *