আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে জাতীয় ৫১ তম সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের মুল গেটে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভায় সমাবেত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, জেলা সমবায় কর্মকর্তা মো.নূরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান প্রমূখ।

স্বাগত বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা
নূরুজ্জামাল রাণীশংকৈল উপজেলার মোট ৯১টি সমবায় সমিতির কার্যক্রম তুলে ধরেন। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া
সমবায় অধিদপ্তরের কাজ,গুরুত্ব ও সম্ভাবনার বর্ণনা করে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সমবায়ি নেতা ইমরান আলী, নজরুল ইসলাম ও সাংবাদিক আশরাফুল আলম।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় অফিসের স্টাফ, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *