রুপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের, দক্ষিণপাড়া সরকারবাড়ি এলাকা থেকে ডাকাতি মামলার ২ আসামি মাছুম ওরফে টোরলা মাছুম (৩২) ও সোহান (২৬) গ্রেপ্তার হয়েছে। বহুদিন তারা আত্মগোপন করেছিলো। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন।
ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আসামি মাছুম ওরফে টোরলা মাছুম ও তার সহযোগী সোহানের নামে রূপগঞ্জ থানায় একাধিক চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মামলা রয়েছে।
আমাদের পুলিশ ফাঁড়ির টিম দীর্ঘদিন চেষ্টা করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাতে ৩টার দিকে এই ২জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।
পরে তাদের রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং যথা নিয়মে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।