মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ- র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ৩২ লক্ষ টাকার হেরোইনসহ ১ জন র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
গত ৯জুলাই শুক্রবার রাতের প্রথম প্রহর ০১:১৫ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন চড়িয়া মধ্যপাড়া “শামীম হোটেল এন্ড রেস্টুরেন্টের” সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২১(তিনশত একুশ) গ্রাম হেরোইনসহ ০১ জন র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ নগদ ১৩০০/-(এক হাজার তিনশত) টাকা জব্দ করে।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আবদুল্লাহ শাহ (৩৮), পিতা-মৃত আব্দুল গনি শাহ, সাং-ভাটোপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ৮(গ) ধারায় মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।
র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *