সংবাদদাতা মোঃ ওয়ারদে রহমান:
নারায়ণগঞ্জ পুরাতন জিমখানাস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে মাদ্রাসার মিলনায়তনে এ আলোচনা সভা পূর্বক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মোঃ মাহফুজুল করিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী মোঃ মইনুল ইসলাম।
লাল সবুজের মহোৎসবে প্রধান অতিথি বক্তব্যে বলেন- মুক্তিযোদ্ধে যারা অংশ নেন, তাঁরা প্রত্যেকই দেশ প্রেমিক এবং এখানে যাঁরা আছে তারাও সকলে দেশ প্রেমিক। দেশের প্রতি যাদের মায়া আছে, তারাই দেশের জন্য কিছু করতে পারবে।
তিনি আরও বলেন- আমি যে সময় মুক্তিযুদ্ধে যাই, তখন আমার বয়স ১৪ ছিলো। আমি গুলি খেয়ে মৃত্যুবরন করবো সেটা মাথায় আসেনি। তিন বার আমি যুদ্ধ করেছি। এই ছেলে মেয়েদের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে। তাহলেই তারা আগামী দিনে দেশ প্রেমিক হয়ে গড়ে ওঠবে এবং দেশের জন্য কিছু করতে পারবে।
এসময় কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাঈনুল হাসান ক্বাদেরী’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ গোলাম মোস্তফা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ খালিদ হাসান, গাউসিয়া কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মোঃ আবুল হোসাইন, কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোবারক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সানাউর রহমান, নির্বাহী সদস্য মোঃ ইমতিয়াজ আলম প্রমূখ।
মোঃ ওয়ারদে রহমান