মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে গরুর মাংসের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত এসময় অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির দায়ে বিভিন্ন অপরাধে ৫জনকে মোট ৪৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৮ মার্চ সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

এসময় লোহাগাড়া থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান দৈনিক সূর্যোদয় পত্রিকাকে বলেন পবিত্র শবে বরাতের দিন আজ কোন প্রকারের সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত দামে নিত্যপণ্যে ও গরুর মাংসের দাম বেশী নেওয়া যাবেনা।

উপজেলার পদুয়া বাজারে অধিক মূল্যে মাংস বিক্রির দায়ে বিভিন্ন অপরাধে মাংস বিক্রেতা মুহাম্মদ এরশাদকে ১০হাজার টাকা, মনসুরকে ১৫হাজার টাকা, বিনা অনুমতিতে ভিডিও ধারণ করায় মিনহাজকে ১হাজার টাকা,মাংস বিক্রেতা আবদুল্লাহকে ২০হাজার টাকা এবং অবৈধভাবে পার্কিং করায় মিজানকে ১হাজার টাকাসহ ৫ পাঁচ জনকে ৫ টি মামলায় মোট ৪৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *