মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর-বড়হাতিয়া সংযোগ সড়কের মছদিয়া এলাকায় রেললাইনে আন্ডার পাস রয়েছে। এ আন্ডারপাসে ভারী বর্ষণের কারণে বৃষ্টির পানি জমেই থাকে যার ফলে কাদা সৃষ্টি হয় পথচারী ও গাড়ি চলাচলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বিষয়টি নিয়ে এলাকার মানুষ,পথচারী ও যান চলাচলের চালকরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।

পরে ওই সড়ক দিয়ে যাওয়ার পথে ওই স্থান পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার(ইউএনও)মোহাম্মদ শরীফ উল্যাহ তিনি রেললাইনে আন্ডারপাসের জমে থাকা কাদাগুলোর কারণে সাধারণ মানুষ ও যান চলাচলে চরম দুর্ভোগে পড়তে হবে বলে নিশ্চিত করেন তিনি ঘটনাস্থল থেকে রেললাইনের দায়িত্বরত সংশ্লিষ্ঠ কর্মকর্তারা মোবাইল ফোনে অবহিত করেন। সেখানে দ্রুত কয়েকজন রেললাইনের কর্মচারী ছুটে আসেন দ্রুত সাধারণ ও যান চলাচলের সুবিধার্থে আন্ডারপাসে জমে থাকা কাঁদাগুলো সরিয়ে নিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *