লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পৈত্রিক সম্পত্তি থেকে দীর্ঘ বছর যাবত বঞ্চিত রেখেছেন অসহায় চার বোনকে ভুক্তভোগীরা হলেন হাছিনা
আক্তার(৪৫)দিলোয়ারা বেগম(৩৫) নারগিস আক্তার(২৮)তসলিমা আক্তার(২৫)সহ এরা চার বোনকে দীর্ঘ বছর যাবত বঞ্চিত রাখার পায়তারা ছালিয়ে যাচ্ছেন লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিনের বদন খলিফার পাড়া বুলুর বর বাড়ির নিজ ভাই আক্তার কামাল এবং দেলোয়ার হোসেন।

এদিকে ভুক্তভোগী নারগিস আক্তার বলেন আমার পিতা মৃত্যু আব্দুল গফুরের দুই ছেলে চার মেয়ে রয়েছে সেই অনুযায়ী পৈত্রিক সম্পত্তি বিএস রেকর্ড অনুযায়ী ১একর ৮১ শতক আমরা চার বোন পায় আরো অনেক খতিয়ান অনুযায়ী বিশেষ কিছু জায়গা পাওয়ার আশঙ্কা রয়েছে বিবাদিরা কিন্তু তাহার প্রতিপক্ষ গণ সংখ্যায় বেশি এবং প্রভাবশালী হওয়ার কারণে দীর্ঘ বছর যাবত আমাদের প্যত্তিক ৪ ঘন্ডা ১খরা করে চার বোনের ১৬ঘন্ডা ৪খরা সম্পত্তি জোর পূর্বক ভোগ দখলে রেখে দেন আক্তার কামাল (৩৬) দেলোয়ার হোসেন(৩৫)নারগিস আক্তার উক্ত প্রতিবেদককে আরো জানান দীর্ঘ বছর যাবত পৈত্রিক সম্পত্তি প্রতিপক্ষের ভোগ দখলে থাকায় নিরুপায় হয়ে সম্পত্তি দাবি করেন কিন্তু প্রতিপক্ষ গ্রুপ পৈত্রিক সম্পত্তি দিতে অপারগতা জ্ঞাপন করে বিভিন্ন রকম হুমকি-ধমকি দিয়ে আসছেন এমনকি যেকোনো সময় আমরা চার বোন এবং পরিবার পরিজনদের উপর হামলা করার আশঙ্কা প্রকাশ করেন।

নারগিস আক্তার উক্ত বিষয়টি নিয়ে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ গণসহ কলাউজান ইউনিয়ন ইউপি সদস্য কার্যালয়ে বিষয়টি নিয়ে মিমাংসা করার চেষ্টা করেন কিন্তু প্রতিপক্ষ শক্ত ও প্রভাবশালী হওয়ায় কোন বিচার বা মীমাংসার বৈঠকে সাড়া না পেয়ে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করি আমার প্রথম অভিযোগের ডাকে থানায় এসে আমার ছোট ভাই দেলোয়ার বড় ভাইয়ের বাহানা দিয়ে বলেন ২০জুলাই আমার বড় ভাই সৌদি প্রবাসী আক্তার কামাল এসে মিমাংসা করবেন বলে আস্শস দিয়ে ১৭জুলাই বিদেশ পালিয়ে জায় মোহাম্মদ দেলোয়ার হোসেন।

মোহাম্মদ নারগিস আক্তার অবশেষে শেষ আশ্রয়স্থল হিসেবে বেছে নিলেন লোহাগাড়া থানা প্রশাসনকে ।সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গের বিচারে প্রতিপক্ষরা সাড়া না দেওয়ায় লোহাগাড়া থানার শরণাপন্ন হয়ে সাধারন ডায়েরী করে প্রতিপক্ষকে থানার মাধ্যমে বৈঠকে বসতে অনুরোধ জানালে এখানেও তারা সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেন নারগিস আক্তার লোহাগাড়া থানার উক্ত প্রশাসনকে বলেন তাহার প্রতিপক্ষ তাহাকে হুমকি-ধমকির পাশাপাশি অযথা হয়রানি করার জন্য লোহাগাড়া থানায়৷ মিথ্যা বানোয়াট একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান।অভিযোগের বাদী রুশুনা আক্তার আমাদের পরিবারের কেও নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *