মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৭ হাজার পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাসসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী ও এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়ার সঙ্গীয় একটি ফোর্স ১৮/০৯/২০২১ ইং সকাল ১০:৩০ টায় লোহাগাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাসসহ আসামী ১ মোহাম্মদ ইসমাইল(৩১) কে গ্রেফতার করে পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ আটক মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চট্টগ্রাম আদালতে সুপার্দ করা হয়েছে।