মোবারক হোসেন
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৈয়ারচালা গ্রামে এক সপ্তাহ ধরে শিকলে বন্দি রয়েছে মানসিক ভারসাম্যহীন শরিফুল ইসলাম (২২) নামে এক যুবক। সে ওই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এ ছেলেকে নিয়ে বিপাকে রয়েছেন তার বৃদ্ধ মা মাজেদা খাতুন। বর্তমানে দারিদ্রতার কারণে যুবক শরিফুল ইসলামের উন্নত চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। বিভিন্ন সময় সরকারি সুযোগ সুবিধার আশায় ঘুড়েছেন কিন্তু বাস্তবে জোটেনি কিছুই, তাই ব্যপকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন পরিবারটি।

শরিফুলের মা মাজেদা খাতুন বলেন, আমি বৃদ্ধ গরিব মানুষ আমার স্বামী মারা গেছে ৮ বছর হলো। আমার ছেলেকে উন্নত চিকিৎসা করার সামর্থ্য আমার নেই। বাধ্য হয়ে তাকে ঘরের খামের সঙ্গে শিকলে বেঁধে রেখেছি। আমার ছেলের চিকিৎসার্থে সরকারের সহযোগিতা চাই।

খোঁজ নিয়ে যানা গেছে, শরিফুল ইসলাম নামের ওই যুবকটি মানসিক ভারসাম্যহীন। প্রাথমিক পর্যায়ে কবিরাজী ও ডাক্তারি চিকিৎসা করেও তাকে সুস্থ করা যায়নি। এক পর্যায়ে অবস্থা আরও খারাপ হয়ে পরে। বাড়ির লোকজনসহ আশপাশের লোকজনদের মারধর শুরু করে সে। এরপর থেকেই তাকে বাড়ির একটি ঘরে শিকলবন্দি করে রাখা হয়েছে। ওই ঘরেই কাটছে তার দিনকাল। তিন ভাই ও তিন বোন রয়েছে তার। ভাইয়েরা কোনো রকমে নিজেদের সংসার চালাচ্ছেন। বোনদেরও বিয়ে হয়ে গেছে। বৃদ্ধ মা মাজেদা খাতুন মানসিক ভারসাম্যহীন এ ছেলেকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন। মানসিক ভারসাম্যহীন এ ছেলে বঞ্চিত আছেন সরকারি সকল সুযোগ সুবিধা থেকে, একটি প্রতিবন্ধী কার্ডের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ছুটাছুটি করেও কোন কার্ড জোটেনি বলে জানায় তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *