নিজস্ব সংবাদদাতা

গতকাল (১১ মে) দুপুরে সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের উদ্যোগে নাট্যকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও শহরের গুলশান সিনেমা মিলনায়তনে নারায়ণগঞ্জের নাট্যকর্মীদের বৃহৎ সংগঠন সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের উদ্যোগে জোট ভূক্ত পুরো জেলার প্রায় অর্ধ শতাধিক নাট্য সংগঠনের কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি মোঃ হুমায়ুন কবীর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও দৈনিক সবার কন্ঠ পত্রিকার প্রকাশক সম্পাদক আলহাজ¦ ফয়েজ উদ্দিন আহমদ লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জোটের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যজন বাহাউদ্দিন বুলু। আরো উপস্থিত সহ সভাপতি মোঃ মনির হোসেন নিমাই, ছিলেন জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক সংবাদ ও মানবাধিকার কর্মী এম.আর.হায়দার, সহ সাংগঠনিক সম্পাদক শংকর রায়,

প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক শফিউল আলম রেজা, প্রতিষ্ঠাতা সদস্য শাহ আলম ভুঁইয়া ও আব্দুল হামিদ, প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক আবু হানিফা মাছুম, সহ সাধারন সম্পাদক মোঃ কবির প্রধান, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম খন্দকার খোকন, সহ সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ¦ মোঃ নুর হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড.সম্ভুনাথ সাহা সৈকত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আহমেদ শরীফ পারভেজ, দপ্তর সম্পাদক শেখ আলমাছ আলী, চলচিত্র পরিচালক বোরহান উদ্দিন রনি, নারায়ণগঞ্জ জেলা শিল্পী সমিতির সভাপতি মোঃ ফজলুল হক পলাশ ও সাধারন সম্পাদক আলহাজ¦ মোসলেহ উদ্দিন জীবন, সৃষ্টি গ্রæপ থিয়েটারের সাধারন সম্পাদক ফটো সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, সহ রূপগঞ্জ, সোনারগাঁ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জ সদরের প্রায় শতাধিক নাট্যদলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জোট সূত্রে আরো প্রকাশ তারা প্রতি বছরই ঈদুল ফিতর উপলক্ষে এই ধরনের আয়োজন করে থাকেন। এছাড়া জোটভূক্ত কোন সদস্য অথবা যেকোন নাট্যকর্মী অসুস্থ হলে তাকে চিকিৎসা সহায়তা, অসহায় নাট্যকর্মীকে নগদ অর্থ সাহায্য প্রদান সহ নানামুখী সেবা মূলক কর্মকান্ড করে থাকেন। সারা বছরই সম্মিলিত নাট্যকর্মী জোট বিভিন্ন কল্যানকর কর্মকান্ড পরিচালনা করেন বলে জানান।
আলোচনাপর্ব শেষে উপস্থিত নাট্যকর্মীদের হাতে ঈদ সামগ্রী পোলাও চাল, তেল,চিনি,দুধ ও সেমাইয়ের প্যাকেট তুলে দেন প্রদান অতিধি আলহাজ ফয়েজ উদ্দিন আহমদ লাভলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *