ডেক্স রিপোর্টঃ
নারায়ণগঞ্জ টেলিভিশন ২৪ এর চিফ রিপোর্টার সাংবাদিক আসমা আক্তারের শারীরিক সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
গত ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সংবাদ সংগ্রহ করার সময় ঢাকা-চিটাগাং হাইওয়ের সিদ্দিরগঞ্জ চিটাগাং রোড মোড়ে তিনি বাস দুর্ঘটনায় আহত হন।
সাংবাদিক আসমা জানায়, বৃহস্পতিবার বিকেলে তিনি সিদ্দিরগঞ্জের চিটাগাং রোডে সংবাদ সংগ্রহ করতে যান। হঠাৎ রাস্তায় পিছলে পড়ে যান ঠিক এমন সময় পেছন থেকে একটি বাস এসে তার পায়ের উপর দিয়ে চলে যায়। তারপর তিনি বেহুশ হয়ে পড়েন। ১৫ মিনিট পরে স্থানীয়দের সহযোগীতায় তার জ্ঞান ফিরে আসে।
পরবর্তীতে নারায়ণগঞ্জ বুলেটিনের সাংবাদিক নাজিবুল আলম শিমুল বিষয়টি জানলে দ্রুত তাকে ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্যাথানাশক ইনজেকশন দেয় এবং পায়ের এক্স-রে করে আনতে বলেন।
এই মুহুর্তে আসমা আক্তার গুরুতর অসুস্থ। সারারাত এবং দিন তিনি প্রচন্ড ব্যাথায় বিছানায় কাতরাচ্ছেন। আসমা আক্তারের পরিবার নারায়ণগঞ্জ বাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।
নারায়ণগঞ্জ টেলিভিশন টুয়েন্টিফোরের চেয়ারম্যান শাফায়াত ইসলাম ভুইয়া এক প্রশ্নের জবাবে বলেন, আপাতত আসমা আক্তারের চিকিৎসার সকল ব্যায়ভার আমি বহন করছি। জানিনা কতটুকু পারবো তবে চেষ্টা করে যাচ্ছি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সব কিছু পজেটিভ ভাবে চিন্তা করতে চাই। আল্লাহ রহমত নাজিল করলে আগামী ১ মাসের মধ্যে আসমা আক্তার আবার তার নিজ কর্মস্থলে যোগদান করতে পারবে। তবে এর জন্য সকলের দোয়া প্রয়োজন।