মঙ্গলবার ১৮ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে অটো মিশুক চোরাই চক্রের রাজিব চন্দ্র পাল ও জনি ভুইঁয়া নামে দুই জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ১৮ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন
সংবাদে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার এসও বাসস্ট্যান্ড এ চোরেরা চোরাই অটোগাড়ি কেনা বেচা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে “ক” সার্কেলের অতিরিক্ত
পুলিশ সুপার জনাব, মোহাম্মাদ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ সিদ্ধিরগঞ্জ থানা সংগীয়
অফিসার ফোর্স সহ ১৮ অক্টোবর মঙ্গলবার রাত ২.১৫ মিনিট সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও
বাস স্ট্যান্ডের পাকা রাস্তার উপর পৌছিলে ১টি সবুজ রংয়ের অটোর মধ্যে থাকা ২/৩ জন লোক পুলিশ দেখতে পেয়ে দৌড়ে পালানের চেষ্টাকালে পুলিশ আসামী রাজিব চন্দ্র পাল (৩৫),
পিতা-মৃতঃ রাজ কুমার পাল, সাং-দেওশ, পালবাড়ী, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা এ/পি
সাং-হিরাঝিল ৪ নং গলি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ কে একটি অটো মিশুক সহ
আটক করে।

উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অটো মিশুক চোর চক্রের সদস্য।
সে সহ তার সহযোগীরা সিদ্ধিরগঞ্জ, রুপগঞ্জ, ফতুল্লা থানা সহ বিভিন্ন জায়গা হতে অটো মিশুক চুরি করিয়া নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় বিক্রি করে।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ১৮ অক্টোবর বেলা ১.৪০ ঘটিকার সময় রুপগঞ্জ থানাধীন মাসাবো
বাজার জনি ভূইয়া এর গ্যারেজে হইতে আরো তিনটি চোরাই অটো মিশুক উদ্ধার করা হয়
এবং ঘটনা জড়িত মোঃ জনি ভূঁইয়া (২৫), পিতা-মোঃ হান্নান ভূঁইয়া, সাং-মাসাবো বাজার প্রাইমারী স্কুল সংলগ্ন, থানা-রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ কে গ্রেফতার করা হয়।

০৪ (চার) চোরাই অটো মিণ্ডকের সর্বমোট মূল্য অনুমান ৪,২৮,০০০ (চার লক্ষ আঠাশ হাজার) টাকা।

প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত আসামী দ্বয় সহ অজ্ঞাতনামা চোর/চোরেরা আন্তঃজেলা অটো মিশুক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন জায়গা হতে অটো মিশুক চুরি
করিয়া নারায়ণগঞ্জ জেলা সহ আশেপাশের জেলাগুলোতে বিক্রি করিয়া আসিতেছে।

এই বিষয়ে আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-২৭, তারিখ-১৮/১০/২০২২ ইং ধারা- ৪১৩ পেনাল কোড রুজু করা হয়। ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান
অব্যহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *