মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও প্রীতিভোজ সম্পন্ন করা হয়েছে। ১৬ জুন (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সমিতির আহবায়ক ডাঃ মুুহাম্মদ আব্দুর রহিম।

এতে প্রধান অতিথি ছিলেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুুহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অালোচক ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির একান্ত সচিব, বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী।

বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার রণির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সংগঠনের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক, তরুণ ব্যবসায়ী সমাজসেবক নাজিম উদ্দিন বাচ্চু, ব্যবস্যয়ী ও রাজনীতিবিদ মুহাম্মদ আলীম উদ্দিন, সদস্য ডাঃ শফিকুর রহমান, সংগঠনের মুখপাত্র,বড়হাতিয়া ইউপি মেম্বার মুুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রানা, ইউপি সদস্য মুুহাম্মদ রফিক উদ্দিন, মুুহাম্মদ আবদুল আজিজ, আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক নুরুল কবির চৌধুরী, যুবলীগ নেতা ও ব্যবসায়ী মুুহাম্মদ আবু ছৈয়দ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজি সেলিম, স্বেচ্ছাসেবকলীগ শেখ আহমদ বাসু, সাইফুল ইসলাম ইমন,যুবলীগ নেতা এরফান,বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেলসহ বাজারের সকল সদস্যাবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *