নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা এলাকায় ১২অক্টবর বুধবার রাত ১টার দিকে এক যুবতী নৃত্যশিল্পী (১৯) গণধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় সোনারগাঁও থানার তালতলা ফাঁড়ি পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন আলম (২৬) নামে লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৩জন পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষিতা যুবতী বাদি হয়ে ৭জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাকির রব্বানী জানান, গত বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গাব্বাবাড়ি বাদশা মিয়ার নাতী ফাহাদ (৭) নামে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পির নেতৃত্বে এক যুবতী (১৯) নৃত্য পরিবেশন করেন। পরে রাত ১টার দিকে পায়ে হেটে নয়াপুর বাজার ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে আসা মাত্রই লম্পট ইসরাফিল, রুহুল আমিন, বাবু ও খোকন আলমসহ ৭জন লম্পটের একটি সংঘবদ্ধ একদল নৃত্যশিল্পী দলনেতা আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে নৃত্যশিল্পী যুবতীকে ৭জনে মিলে জোর পূর্বক গণধর্ষন করে।

এব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ধর্ষণ মামলায় ৪জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারী অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *