ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
আগামী ১১ নভেম্বর ভোট গ্রহনের দিন ধার্য করে দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির নির্বাচনি তফসিল ঘোষনা হয়েছে। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণে সম্ভাব্য প্রার্থীরা নিজেকে যোগ্য হিসেবে জানান দিতে স্ব-স্ব অনুসারীদের সাথে নিয়ে জোরেশোরে দৌড়ে ঝাঁপ শুরু করেছে। পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় হাইকমান্ডের কাছে লবিং অব্যহত রেখেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর এবং ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে ৩ টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । এবার ২ নং বটিয়াঘাটা সদর, ৪নং সুরখালী ও ৫নং ভান্ডারকোট দ্বিতীয় দফায় ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । আইনি জটিলতার কারণে ১নং জলমা ইউনিয়নে দ্বিতীয় ধাপে নির্বাচন হচ্ছে না বলে জানা যায়।

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সেই আ’লীগের শক্তিশালী ঘাঁটিতে প্রথম ধাপে ৩ টির মধ্যে ১ টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছে এবং বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে । এব্যাপারে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য, প্রথম ধাপের ইউপি নির্বাচনে স্থানীয় আ’লীগের দলীয় কোন্দল, সঠিক জনপ্রিয়তা যাচাই না করে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে দলীয় মনোনয়ন দেয়াকে দায়ী করেছেন। ১১ নভেম্বরের নির্বাচনে তার পুনরাবৃতি চান না সাধারন ভোটারগন।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়নে যে সকল সম্ভাব্য প্রার্থীদের নাম জোরেশোরে শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন বার বার নির্বাচিত আ’লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান ও খুলনা জেলা আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, জাতীয় সংসদের হুইপ তনয় বটিয়াঘাটা হেঃ কোঃ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক বল্লব বিশ্বাস রিটু, বটিয়াঘাটা সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মানস পাল, সাবেক সাংসদ ননী গোপাল মন্ডলের জামাতা তরুণ সমাজ সেবক অনুপম মন্ডল, দু-দুই বারের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী সাবেক(ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান সমীর কুমার সরকার ও বিএনপি নেতা মোঃ ইমরান আহমেদ মোল্লা।

বিএনপি নির্বাচনে অংশ গ্রহন না করায় বিএনপির নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করছেন বলে জানা যায়। অন্যদিকে এ ইউনিয়নের সচেতন অভিজ্ঞ মহলের মন্তব্য, ক্ষমতাসীন আ’লীগ তাদের দলীয় মনোনয়নের ক্ষেত্রে সঠিক নেতা নির্বাচন পূর্বক নৌকা প্রতীকে মনোনয়ন বরাদ্দ না দিলে আ’লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বটিয়াঘাটা সদর ইউনিয়নে আবারও নৌকার প্রতিকের প্রার্থী পরাজিত হতে পারে। সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করার সম্ভাবনা দেখা দিলেও দিতে পারে। এ ইউনিয়নে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেকে যোগ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে স্ব-স্ব দলীয় অনুসারীদের সাথে নিয়ে জোরেশোরে মাঠে নেমে পড়েছে।

তারা বিভিন্ন প্যানা, পোষ্টারিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, গণসংযোগ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে কূশল বিনিময় এবং অনুদান প্রদান করে চলেছে । পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় হাইকমান্ডের সাথে লবিং অব্যহত রেখেছে । ইতিমধ্যে অনেক প্রার্থী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে বলে জানিয়েছে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার ‌। সব মিলিয়ে উপজেলার বটিয়াঘাটা সদর ইউনিয়নের চায়ের দোকান সহ সর্বত্র ইউপি নির্বাচনের হাওয়া পুরো দমে বইতে শুরু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *