মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছর পর গ্রামের বাড়িতে আসলেন চার বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শ্রেষ্ঠ অভিনেতা এবং দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস। বুধবার সকাল ১১টায় তার নিজ গ্রাম কুমিল্লার তিতাস উপজেলার কাপাশকান্দি আসলে তাকে একনজর দেখার জন্য শিশু, কিশোর ও নারী-পুরুষসহ হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন।

এদিকে গ্রামের বাড়িতে নায়ক ফেরদৌসের আগমনকে কেন্দ্র করে নানা গুঞ্জন উঠলেও বিষয়টি ক্লিয়ার করে ফেরদৌস বলেন, আমি এসেছি আমার বাবা মরহুম আশরাফ উদ্দিন বাচ্চু মিয়ার প্রতিষ্ঠা করা কাপাশকান্দি মডেল একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৫ কর্মচারীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে। কারন আমি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। নিয়োগ পরীক্ষার পর ফলাল ঘোষণা করে আবার আমি ঢাকা চলে যাবো।

এছাড়াও গুঞ্জন উঠা সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নায়ক ফেরদৌস বলেন, আমি আমার মরহুম-পিতৃলয়ে এসেছে ব্যাক্তিগত কাজে কোন রাজনৈতিক কাজে নয়।

পরে ফেরদৌস ও তার ছোট ভাই নায়ক তৌফিক বাবা মরহুম আশরাফ উদ্দিন বাচ্চু মিয়ার কবর জিয়ারত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *