নিজস্ব সংবাদদাতা:
বৃদ্ধাশ্রম নয়, পরিবার হউক সুরক্ষিত বাস যোগ্য স্থান ” এ শ্লোগানে অনুষ্ঠিত হলো ৫০ উর্ধ্বে কফি হাউজ শেষ বেলা সংগঠনের ঈদ পুণর্মিলনী ও অভিষেক মূল্যায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলার বরফকল চৌরঙ্গী পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৫০ উর্ধ্বে কফি হাউজ শেষ বেলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মেজবাউদ্দিন মামুন’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনণা করা হয়। পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শহীদ উল্লাহ।

সংগঠনের কার্যক্রম ও মূল্যায়ন নিয়ে বক্তব্য রাখেন – মোঃ বাহাউদ্দীন বাহার, সোহেল রহমান, ওয়াহিদ সাদত বাবু , কবি জয়নাল আবেদীন জয়, মোঃ শফিকুল ইসলাম আরজু, সোহেল, কবি সিরাজুল ইসলাম, আল আমিন।
এসময় অতিথির বক্তব্য রাখেন- সমাজসেবক মনোয়ারা বেগম, সংগঠনের সহ-সভাপতি ফিরোজ কায়সার, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল রাজ্জাক।

আলোচনা শেষে ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে ম্মৃতিময় দিনগুলো তুলে ধরেন পিয়াসা, হোসনে আরা বেগম, শাহিন উদ্দিন খান, আয়েশা বেগম। উক্ত অনুষ্ঠানে অনেক আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে কন্ঠ শিল্পী রাসেল ও মিনহাজ বাবু’র মনোমুগ্ধকর সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *